Logo
ব্রেকিং :
নাগরপুরে রাজিবের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন মানুষের পাকা রাস্তার চাহিদা বেড়েছে,কাঁচা রাস্তায় মানুষ চলতে চায়না -রাণীশংকৈলে এমপি হাফিজ  গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

খেলার মাঠে আশ্রয়ণের ঘর : এলাকাবাসীর বাধা, সংঘর্ষে এসিল্যান্ডসহ আহত ১০

রিপোর্টার / ১২২ বার
আপডেট সোমবার, ২২ আগস্ট, ২০২২

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি: ২২ আগস্ট-২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি খেলার মাঠে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ ৬ জন আহত হয়েছেন। জানা গেছে, শাহজাদপুর উপজেলার বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে প্রশাসন। স্থানীয়রা এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তারা খেলার মাঠ রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। আজ সকালে মাটি ভরাটের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়ে ওই মাঠে যাচ্ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। পথে মাঠ রক্ষায় আন্দোলনকারীরা তাদের বাধা দেন। তারা গাছের গুঁড়ি ফেলে এবং ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেন। ব্যারিকেড ভেঙে জোর করে মাঠে প্রবেশ করতে চাইলে গ্রামবাসীর সঙ্গে প্রশাসনের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত হয় স্থানীয় পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১০), মনিজা খাতুন (৩০), আলেয়া (৪০), ওজুফা খাতুন (৩৫), মরিয়ম বেগম। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঠ রক্ষায় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, কয়েক পুরুষধরে তারা এই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী এবং কয়েক গ্রামের একমাত্র খেলার মাঠ এটি। মাঠ রক্ষায় আশপাশের ছয় গ্রামের হাজারো নারী-পুরুষ গত ১৪ জুলাই মানববন্ধনও করেন। তারা খেলার মাঠে ঘর নির্মাণ না করে অন্যত্র করার দাবি জানান। কিন্তু তাদের যৌক্তিক দাবি অস্বীকার করে প্রশাসন জোর করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে চায় এখানে। এলাকাবাসীর দাবি, আজ (২১ আগস্ট) মাটি ভরাটের উদ্দেশ্যে এসে তারা (প্রশাসন) নির্বিচারে নারী ও শিশুদের ওপর হামলা চালায়। স্থানীয়রা কেবল বালু নিক্ষেপ করে প্রতিরোধের চেষ্টা করে। তাদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে গাড়াদহ ইউনিয়ন চেয়ারম্যানসহ কিছু অস্ত্রধারীও তাদের ওপর হামলা চালায়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য রোববার (২১ আগস্ট) সকালে আমি ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এ সরেজমিন পরিদর্শনে যাই। সেখানে এলাকার উশৃঙ্খল কিছু যুবক ও নারীরা আমাদের পথ রোধ করে এবং অশালীন আচরণ করে। এক পর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা জানান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের আঘাত বেশ গুরুতর। তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার এই মুহূর্তে শাহজাদপুরের বাইরে থাকায় এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com