Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে অজ্ঞাত  ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু নেত্রকোনায় মল প্লাজ শোধনাগার সংস্কার কাজের উদ্ধোধন সিরাজগঞ্জে পরিকল্পনার অভাবে  পানি উন্নয়ন বোর্ডের ৩০কোটি টাকার প্রকল্প কাজে আসছে না টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভবন থেকে পা ফসকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নবাবগঞ্জে খুনের ঘটনা, ৫ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ  রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা  সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

 আদমদীঘিতে ধর্ষণ মামলা থেকে রেহায় পেতে বিয়ে, ৯ মাস পর নির্যাতন করে তাড়ালো স্ত্রীকে

রিপোর্টার / ১০২ বার
আপডেট মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :২৪ জানুয়ারি-২০২৩,মঙ্গলবার।

বগুড়ার আদমদীঘির বিহিগ্রামে ধর্ষণ মামলা থেকে রেহায় পেতে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে ঘর সংসার করার ৯মাস পর যৌতুক দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে শারীরিক নির্যাতন করে তাড়িয়ে দেয়ায় স্বামী সিহাব হোসেন ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী স্ত্রী মিমমা। গত ১০ জানুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এ মামলা দায়ের করেন। আদালত বাদিনীর আনিত অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। মামলা সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রামের সিহাব হোসেন গত ২০২২ সালের ২২ জানুয়ারি রাত ৮টায় একই গ্রামের জনৈকা মিমমা নামের নারীকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হয়ে আসামী সিহাব হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। উক্ত আসামী সিহাব হোসেন মামলা থেকে রেহায় পেতে বাদিনী মিমমার সাথে বিয়ে করার শর্তে আদালত তাকে জামিন দেন এবং ২০২২ সালের ২৯ মার্চ তাদের রেজিষ্ট্রী মুলে বিয়ে হয়। এরপর থেকে তারা সুখে সংসার করা কালে আদালত আসামী সিহাব হোসেনকে মামলা থেকে খালাস দেন। এর কিছু দিন পর স্বামী সিহাব ও তার পরিবারের লোকজন স্ত্রী মিম্মার নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবী ও নির্যাতন করে বাদি মিম্মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় বাদিনীর পিতা রোস্তাম আলী যৌতুক বাবদ ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদাণ করে মেয়ে মিম্মাকে স্বামীর বাড়ি পাঠায়। এরপর কিছুদিন ভাল থাকার পর স্বামী সিহাব হোসেন আবারো যৌতুক দাবী করে বিয়ের ৯ মাস ঘর সংসার করার পর গত ৭ জানুয়ারি সকাল ১০টায় বাদিনী স্ত্রী মিম্মাকে নির্যাতন করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ফলে স্বামীর সংসার ফিরে পেতে আদালতে এই মামলা দায়ের করেন বলে বাদিনী মিম্মা জানান। চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সাংবাদিকদের জানান, গত সোমবার (২৩ জানুয়ারি) তিনি আদালত প্রেরিত ওই মামলার নথি পেয়েছেন।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com