Logo
ব্রেকিং :
সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধির অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার  নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নাগরপুরে পথচারীদের বিশুদ্ধ পানি দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা আটক ৬  টাঙ্গাইলে সবজি ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক লালমাটি যাচ্ছে ইটভাটায় টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! সিরাজগঞ্জে প্রচন্ড তাপদাহের  কারনে জেলা  বিএনপি’র  বোতলজাত পানি, স্যালাইন ও শরবত বিতরণ   নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ব্যাপক ক্ষতি
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সিরাজগঞ্জে ব্যানারে  এমপির নাম না থাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের  সংঘর্ষে আহত-৫

রিপোর্টার / ৮৫ বার
আপডেট শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এইচএম মোকাদ্দেস,  সিরাজগঞ্জ প্রতিনিধি ;১৭ মার্চ-২০২৩,শুক্রবার।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এঘটনাটি ঘটে। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘আমরা নেতা-কর্মীদের নিয়ে সকাল পৌনে ৭টার দিকে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার পর ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল আসলে আমরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এরপর  দলীয় কার্যালয়ে ভিতরে  গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিই ও পুষ্পস্তবক অর্পণের পূর্বেই দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে এমপির লোকজন আমার ওপর চড়াও হয়। আমি বলি এটা দলের ব্যানার এখানে শুধু বঙ্গবন্ধু ও জননেত্রীর ছবি আর নাম থাকবে। নিচে আয়োজনে উপজেলা আওয়ামী লীগ লেখা রয়েছে। কিন্তু তারা সেটা মানতে নারাজ।এসময় তারা উত্তেজিত হয়ে ব্যানার ছিড়ে ফেলে এবং আমার সমর্থকদের ওপর হামলা করে। এতে সেচ্ছাসেবকলীগের  সভাপতি কামাল হোসেন, অলিভ মন্ডল, রুবেল হোসেনসহ কয়েকজন  গুরুতর আহত হলে তাদেরকে তাড়াতাড়ি  বেলকুচি  হাসপাতালে পাঠিয়ে দেই। তবে এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এমপির এমন আচরণ আমরা আশা করিনি।  বিষয়টি দলের ঊর্ধতন নেতাদের জানানো হবে। এমপির ব্যক্তিগত সহকারী (এপিএস)  সেলিম সরকার বলেন, ‘সকালে এমপি দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের ভিতরে গিয়ে দেখেন উপজেলা আওয়ামী লীগের ব্যানারে তার নাম নেই। তখন বিষয়টি দলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে আশানুর বিশ্বাসের  লোকজন কথাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি করলে উভয়ের সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হলে পুলিশ তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে। পরে আমরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে কলেজ মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করি ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করি।’বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, ‘আমরা আইনশৃখলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। উভয় গ্রুপকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেই। বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ এবিষয়ে  জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান বলেন,  বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে ####।

 

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com