Logo
ব্রেকিং :
সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধির অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার  নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নাগরপুরে পথচারীদের বিশুদ্ধ পানি দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা আটক ৬  টাঙ্গাইলে সবজি ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক লালমাটি যাচ্ছে ইটভাটায় টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! সিরাজগঞ্জে প্রচন্ড তাপদাহের  কারনে জেলা  বিএনপি’র  বোতলজাত পানি, স্যালাইন ও শরবত বিতরণ   নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ব্যাপক ক্ষতি
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে নিখোঁজের ৪ দিন পর  পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার / ৫৮ বার
আপডেট রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০১ জানুয়ারি-২০২৩,রবিবার।
নিখোঁজের চারদিন পর আব্দুল গফুর (১৮) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে পুকুরে । রবিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায়  নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুলের পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক পার্শবর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে। পেশায় একজন ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতো। কিছুদিন থেকে স্ত্রী ও শ্বশুড়ের সাথে বিবাদ চলছিল। এজন্য অটো চালানোও বন্ধ রেখেছিল গফুর।
গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের বাসা হতে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। এমতাবস্থায় নিখোঁজের চারদিন পর আজ তার লাশ পাওয়া গেলো।
তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে পরিবার। কারণ লাশের সাথে প্যান্টের পকেটে টাকা, জন্মনিবন্ধন সনদ, মোবাইল সিম থাকলেও তা কেউ নেয়নি। চুরি, ছিনতাইয়ের ঘটনা হলে এসব অক্ষত থাকতোনা। দূর্ঘটনায়ও এই মৃত্যু হয়নি। বরং পরিকল্পিতভাবে মেরে ফেলে লাশ গুম করতেই পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। পুলিশেরও ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com