Logo
ব্রেকিং :
সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধির অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার  নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নাগরপুরে পথচারীদের বিশুদ্ধ পানি দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা আটক ৬  টাঙ্গাইলে সবজি ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা কৃষক লালমাটি যাচ্ছে ইটভাটায় টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! সিরাজগঞ্জে প্রচন্ড তাপদাহের  কারনে জেলা  বিএনপি’র  বোতলজাত পানি, স্যালাইন ও শরবত বিতরণ   নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ব্যাপক ক্ষতি
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে তিনটি ড্রেজারসহ ৭ জন গ্রেফতার

রিপোর্টার / ১১৬ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:২৬ জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।

মানিকগঞ্জ   জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে  অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ০৩(তিন)টি ড্রেজার, যাহার সর্বমোট মূল্য অনুমান=৩,৬০,০০,০০০/-(তিন কোটি ষাট লক্ষ) টাকা উদ্ধারসহ ০৭জন আসামী গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র  প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  মানিকগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন আবিধারা (ধুলশুড়া) সাকিনস্থ ধুলশুড়া ঘাটের ৫০০(পাঁচশত) গজ পশ্চিমে পদ্মা নদী হইতে আসামী ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা-মোঃ নাছির মোল্লা, সাং-পশ্চিম চরপাতা(পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ২। মোঃ আঃ সালাম (৫৫), পিতা-মৃত আঃ আজিজ শেখ, সাং-তারাশী(হিরন), থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, ৩। মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-মৃত জামাল রাঢ়ী, সাং-চর দাইয়া(আলিমাবাদ), থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৪। মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-সোহাগদল, থানা-নেছারাবাদ(স্বরুপকাঠি), জেলা-পিরোজপুর, ৫। মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃত আবুল কাশেম মাঝি, সাং-গাগরিয়া(আলিমাবাদ), থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৬। মোঃ ইউসুফ (২৪), পিতা-আঃ মালেক বেপারী, সাং-পূর্ব চর নন্দনপুর(পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৭। মোঃ আক্তার কাজী (৩৫), পিতা-মোঃ বজলু রহমান, সাং-আলবদী(উলুকান্দি মাদ্রাসা), থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জদেরকে পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ইং ২৫/০১/২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় (।) একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এমবি বড় পীড়ের দোয়া ড্রেজার,” যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, (।।) একটি সবুজ রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এম নং-০-১৩৬৯৮, স্বপ্নের বাংলা ড্রেজার”, যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, (।।) একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এমবি এম-০-০১৩৬৯৮ স্বপ্নের বাংলা ড্রেজার”, যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, তিনটি ড্রেজারের সর্বমোট মূল্য (১,২০,০০,০০০+১,২০,০০,০০০+১,২০,০০,০০০)=৩,৬০,০০,০০০/-(তিন কোটি ষাট লক্ষ) টাকা উদ্ধারসহ আটক করেন।

এবিষয়ে  জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ সংক্রান্তে হরিরামপুর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com