Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে অজ্ঞাত  ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু নেত্রকোনায় মল প্লাজ শোধনাগার সংস্কার কাজের উদ্ধোধন সিরাজগঞ্জে পরিকল্পনার অভাবে  পানি উন্নয়ন বোর্ডের ৩০কোটি টাকার প্রকল্প কাজে আসছে না টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভবন থেকে পা ফসকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নবাবগঞ্জে খুনের ঘটনা, ৫ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ  রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা  সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

দাম বাড়েনি মনোহরদীর মানুষ বিক্রির বাজারে

রিপোর্টার / ৭৩ বার
আপডেট শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

তারেক হোসেন তালাশ,মনোহরদী প্রতিনিধি,নরসিংদী:২৮ জানুয়ারি-২০২৩,শনিবার।

মনোহরদী পৌর বাসট্যান্ডে প্রতিদিন ভোরে হাটের মতো দামাদামি করে বিক্রি হয় মানুষের শ্রম। টাকার বিনিময়ে এক দিনের শ্রম বিক্রি করতে সেখানে জড়ো হন শতাধিক মানুষ। নরসিংদীর সহ আশপাশের জেলা কিশোরগঞ্জ,নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর,অন্যান জেলা থেকে আসা শ্রমিকরা কর্মের সন্ধানে জড়ো হতে থাকেন এই বাজারে।প্রতিদিন ৩৫০-৫০০ শ্রমিক ভিড় করেন এই  শ্রম বিক্রির বাজারে।

শনিবার সকালে মানুষ বিক্রির সেই শ্রম বাজারে একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন সব কিছুর দাম বাড়লেও শুধু তাদের শ্রমের মূল্য বাড়েনি, বরং কমছে।

তারা আরও জানান, বর্তমানে তারা দৈনিক ৪০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে সারা দিনের শ্রম বিক্রি করছেন। যা কয়েক মাস আগেও তারা ৬০০-৭০০ টাকায় বিক্রি হতেন।

একদিকে শ্রমের দাম কমে আসা, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দৈনিক মজুরির শ্রমিকরা।
আবার বেকার লোকের সংখ্যা বেশি থাকায় প্রতিযোগীতা করে আরো কম দামেরও বিক্রি হচ্ছে শ্রমিকরা । সকাল ৮টায় পর অনেকে কাজ না পেয়ে কর্মহীন বাড়ি ফিরতেও দেখা গেছে। কেউ  একজন শ্রমিককে নিতে আসলে সেখানে ১০-১২ জন গিয়ে কাজে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন ক্রেতাদের । এসকল শ্রমিকদের ফসলি জমি,নির্মাণক্ষাত সহ যেকোন কাজ করানো যায়।

ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা শ্রমিক আবুল কালাম বলেন,আমার পাঁচজনের সংসার। এর মধ্যে তিন ছেলেমেয়ে স্কুলে পড়ে। এখন যে আয় হচ্ছে, তাতে সংসারই চালাতে পারছি না। মনোহরদী পৌর এলাকায় থাকা-খাওয়ার খরচ মিটিয়ে বাড়িতে টাকা পাঠানো অসাধ্য কর হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতেও খুবই মুশকিলে আছি। আমাদের কাজের নিশ্চয়তা এবং জীবনের নিরাপত্তা অনিশ্চিত।

শুকুন্দি গ্রামের শ্রম ক্রেতা মোঃ ফারুক বলেন,এ বাজার থেকে চাহিদা মতো শ্রমিক নিয়ে কাজ করিয়ে থাকি, কম মুজুরীতেই লোক পাওয়া যায় চাহিদা মত। তাই বেশি দরে শ্রমিক কেনার প্রয়োজন বোধ করেনা এ বাজারের ক্রেতারা।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com