Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে অজ্ঞাত  ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু নেত্রকোনায় মল প্লাজ শোধনাগার সংস্কার কাজের উদ্ধোধন সিরাজগঞ্জে পরিকল্পনার অভাবে  পানি উন্নয়ন বোর্ডের ৩০কোটি টাকার প্রকল্প কাজে আসছে না টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভবন থেকে পা ফসকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নবাবগঞ্জে খুনের ঘটনা, ৫ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ  রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা  সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জ-২ আসনে আ:লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি টুলু কাজ করেই জনগণের পাশে থাকতে চান

রিপোর্টার / ৭৮ বার
আপডেট শনিবার, ৩ জুন, ২০২৩

মুহ.মিজানুর রহমান বাদল,স্টাফ রিপোর্টার :০৩ জুলাই-২০২৩,শনিবার।

 “কথা নয় কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয়”এ শ্লোগান নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু। করেছেন মত বিনিময় সভা। তার এ নির্বচনী মতবিনিময় সভায় পেলেন ব্যাপক জনসমর্থন ।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে ও কাজি সৈকতের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এ সময় তিনি  বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।  আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন । দলীয় মনোনয়ন না পেলেও আজীবন  সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দীর্ঘ ২০বছরে ব‍্যক্তিগত অর্থায়নে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রাখার কথা উল্লেখ করেন তিনি। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে সিংগাইর তথা তার নির্বাচনী এলাকাকে পার্শ্ববর্তী সাভার ও গাজীপুরের মতো ব‍্যাপক উন্নয়নের প্রতিশ্রুতও দেন। এছাড়া বিভিন্ন জটিলতায় আটকে থাকা মডেল মসজিদ নির্মাণ ও ভাষা শহিদ রফিক সেতুর টোল মুক্ত করার ঘোষণাও দেন টুলু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর পৌরসভার প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন, বাইমাইল যুগের আলো সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুর রহমান, অবঃ প্রাপ্ত সার্জেন্ট মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন আফাজ, দেওয়ান হাসানুর রহমান কবির ও ইমাম হোসেন প্রমুখ।
নির্বাচনী এ মতবিনিময় সভায় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মো.শামছুল ইসলাম ও মো.কামাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানসহ প্রায় ৫ শতাধিক লোকজন।
প্রসঙ্গত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনুদান দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে দ্বিতীয় মতবিনিময় সভায় নির্বাচন করার ঘোষণা দেন। তার নির্বাচনী প্রচারণার এ মতবিনিময় সভায় জনতার ঢল নামে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com