Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে অজ্ঞাত  ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু নেত্রকোনায় মল প্লাজ শোধনাগার সংস্কার কাজের উদ্ধোধন সিরাজগঞ্জে পরিকল্পনার অভাবে  পানি উন্নয়ন বোর্ডের ৩০কোটি টাকার প্রকল্প কাজে আসছে না টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভবন থেকে পা ফসকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নবাবগঞ্জে খুনের ঘটনা, ৫ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ  রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা  সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া

রিপোর্টার / ২৩৫ বার
আপডেট শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:৩১ মার্চ-২০২৩,শুক্রবার।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন,  জাতীয় নিবার্চন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে  ।

বিপ্লব বড়ুয়া বলেন, এ ধরনের ভুল এ কাগজটি (প্রথম আলো) প্রথম করেছে, তা কিন্তু নয়। দেশে যদি গণমাধ্যম মনিটরিংয়ে কোনো সংস্থা থাকতো, তাহলে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করলে দেখা যেত কাগজটি প্রতিদিন, প্রতিবছর নির্লজ্জ ভাবে কত উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করেছে । এ পত্রিকাটি  স্বাধীনতা দিবসের দিন মিথ্যা সংবাদ  প্রকাশ করে জাতিকে উসকে দিচ্ছে এবং  সরকারের বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে যুব মহিলা লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো কোনো মহল আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভণ্ডুল করে দেশে অনির্বাচিত, অসাংবিধানিক সরকার আনতে চায়। তারা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চান। আমাদের আজকের অবস্থান হচ্ছে, এ ধরনের দূরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক তথ্য সন্ত্রাস করে যারা জাতিকে উসকে দিতে চান, তাদের বিরুদ্ধে।

তিনি বলেন, একটি বানোয়াট সংবাদ শিরোনাম সৃষ্টি করা নিছক অপরাধ বা ভুল হতে পারে না। আজকে জাতির জন্য দুর্ভাগ্য যে, তারা এমন একটি স্পর্শকাতর দিনে একটি সংবাদ করলেন, যেদিন আমাদের স্বাধীনতা দিবস। এ দিবস এমনি এমনি আসেনি। ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন, এক কোটি লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। তিন কোটি মানুষ গৃহহীন হয়েছিল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ডাক ও তার  এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, মোহাম্মদ এ আরাফাত, যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com