সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪৯ দেখা হয়েছে:

নিজস্ব প্রতিবেদক:১৯ এপ্রিল-২০২২,মঙ্গলবার।

মানিকগঞ্জে যক্ষারোগ প্রতিরোধ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাটাব জেলা শাখার সভাপতি মো: হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কাদের রিসাদ ও ব্র্যাক মানিকগঞ্জ জেলার সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় সার্বিক দায়িত্বে ছিলেন নাটাবের ফিল্ড কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম।

মতবিনিময় সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্ল¬ব চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
সভায় জানানো হয়, যক্ষা রোগ এখন আর কোন মরণব্যধি নয়, নিয়মিত চিকিৎসায় যক্ষারোগ সম্পুর্ন ভাল হয়। যক্ষা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে যক্ষার নিয়ন্ত্রন ও প্রতিরোধ করতে। এখন দেশের সকল হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রসহ আনাচে কানাচে যক্ষার চিকিৎসা সেবা দেয়া হয়।

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102